ইমপেরিয়াল হাসপাতালের সাথে বিজিএমইএর কর্পোরেট চুক্তি

| রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ১০:২৮ পূর্বাহ্ণ

ইমপেরিয়াল হাসপাতাল লি. (আইএইচএল) এর সাথে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) চট্টগ্রাম বিভাগের আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসেবা বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল শনিবার ইমপেরিয়াল হাসপাতালের সাথে বিজিএমইএ এর সদস্য ও তাদের পরিবারবর্গের যাবতীয় চিকিৎসা কার্যক্রম যথাক্রমে-বহিঃবিভাগ, অন্তঃবিভাগ, ডায়াগনস্টিক, ইমারজেন্সি ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানের লক্ষে এই কর্পোরেট চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। হাসপাতালের হল রুমে কর্পোরেট চুক্তিতে ইমপেরিয়াল হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন চিফ এক্সিকিউটিভ অফিসার (অ্যাক্টিং) রিয়াজ হোসেন এবং বিজিএমইএ চট্টগ্রাম বিভাগের পক্ষে সহ-সভাপতি এম রাকিবুল আলম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপেরিয়াল হাসপাতালের পরিচালক নাফিদ নবী, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মানস মজুমদার, চিফ ফিনেন্সিয়াল অফিসার মনোয়ারুল হক, বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্ট ম্যানেজার সামিহা চৌধুরী, অফিসার বিজনেস ডেভেলপমেন্ট মামুন হোসেন কাজী, বিজএমইএ এর পক্ষে পরিচালক এ এম সাইফুল করিম খোকন, এম আহসানুল হক, মিরাজ ই মুস্তফা কায়সার প্রমুখ।
শেষে বিজিএমইএর প্রতিনিধিবৃন্দ ইমপেরিয়াল হাসপাতাল পরিদর্শন করেন বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ বিশেষ করে কর্পোরেট রোগীদের জন্য বিদ্যমান ব্যবস্থাপনাসমূহ যথা-রেজিস্ট্রেশন, কাউন্সিলর, ডেডিকেটেড চিকিৎসক, নার্স এবং অন্যান্য সুযোগ সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিএইচপি স্পিনিং মিল পরিদর্শনে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধচুয়েটের ১২২তম সিন্ডিকেট সভা