নিরাপদ সড়ক চাই

জোনাকী দত্ত | রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

এখন পত্রিকার পাতা খুললেই প্রতিদিন চোখে পড়ে সড়ক দুর্ঘটনার ছবি।”নিরাপদ সড়ক চাই” এই আন্দোলন অনেক বছর ধরে চলছে। কিন্তু আসলে কি আমরা নিরাপদ সড়ক পেয়েছি? ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়া হয়ে চালানো,অন্য গাড়ির সাথে প্রতিযোগিতা, অদক্ষ চালক, মানুষের ব্যক্তিগত গাড়ি ত্রুটিপূর্ণভাবে চালানো,সড়কের বেহাল অবস্থা, অতিরিক্ত যাত্রী বহন, মানুষের অসচেতনতা সবকিছু মিলে সড়কে প্রতিদিন কোন না কোন দুর্ঘটনা ঘটেই চলেছে। রাস্তায় বের হলে নিরাপদে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তার সৃষ্টি করেছে মানুষের মনে। দুর্ঘটনা যে কোন সময়,যে কোন কারনে ঘটতে পারে। কিন্তু তাই বলে অনিয়ন্ত্রিতভাবে, অসচেতন হয়ে, ভুল শোধরানোর চেষ্টা না করলে দুর্ঘটনা কখনোই পিছু ছাড়বে না।সড়ক দুর্ঘটনায় যেসব প্রাণ ঝরে যায় তাদের পরিবারের খোঁজ কেউ রাখে না। রাস্তায় গাড়ির চাকায় জীবন পিষ্ট হওয়ার সাথে সাথে সেসব পরিবারের স্বপ্নও পিষ্ট হয়ে যায়। রাস্তায় চলার সময় পথচারী হোক বা গাড়ির চালক একটু যদি সতর্ক হয় তাহলে বোধহয় দুর্ঘটনা অনেক কমে যেত। সময়ের চেয়ে, টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।তাই সড়ক উন্নয়ন বোর্ড, ট্রাফিক, গাড়ির চালক, জনসাধারণ সবার কাছে একটাই অনুরোধ, আসুন সবাই সাবধান হই।কারণ দুর্ঘটনা সবার জীবনে ঘটতে পারে। তখন আর কিছুই করার থাকবে না অনুশোচনা ছাড়া।তাই জনগণের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টিপাত করছি সড়ক যেন নিরাপদ হয়। কেউ যেন আর অনিরাপত্তায় না ভোগে।

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্প ঝুঁকি আমাদের করণীয়
পরবর্তী নিবন্ধভালোবাসার পত্রকাব্য