সড়কের ইট চুরি নিয়ে সংঘর্ষ

গুলিবিদ্ধসহ আহত ৮

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় রাতের আঁধারে সড়কের ইট চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার খাগরিয়া ইউনিয়নের চর খাগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, খাগরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জেলা পরিষদের অর্থায়নে চর খাগরিয়া আলী রেজা সড়কের আরসিসি দ্বারা উন্নয়নের কাজ চলমান রয়েছে। ফলে ওই সড়কের পুরাতন ইটগুলো তুলে পাশে স্তুপ করে রাখা হয়। চর খাগরিয়া চেয়ারম্যান পাড়ার বাসিন্দা আবদুস শুক্কুর রাতের আঁধারে সেখান থেকে কিছু ইট চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর শুক্কুরের বাড়ি থেকে কিছু ইট উদ্ধারও করা হয়। এদিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক দুই সদস্য নুর হোসেন বচন ও মো. আমিরুজ্জামানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সড়কের ইট চুরির ঘটনায় জড়িত আবদুস শুক্কুর নুর হোসেন বচনের অনুসারী। ফলে আমিরুজ্জামানের অনুসারীরা ইট চুরির বিষয়টি এলাকায় প্রচার এবং প্রতিবাদ করে। এক পর্যায়ে গতকাল দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলি বর্ষণের ঘটনাও ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- এমরান হোসেন (৩৫), জাহাঙ্গীর আলম (৩৩), উমর আলী (৫২), মো. আবু (৪৭), জসীম উদ্দিন (৩৮), আবদুর রহিম (৪২), নাজিম উদ্দিন সুমন (৪৬) ও মো. মিয়া (২৯)। আহতদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে এমরানসহ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, চর খাগরিয়া এলাকায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় উল্টে গেল চিংড়ি বোঝাই ট্রাক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে নৌকার মনোনয়ন পেলেন তোফাইল