চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কর্মরত থিয়াং ইউ নামের এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪০ বছর। গতকাল শনিবার সকালে নগরীর পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে অসুস্থ অবস্থায় তাকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর বাসসের।
থিয়াং চীনের বেইজিংয়ের লিওনিং শহরের বাসিন্দা। চট্টগ্রামের ওই ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
সাকিবুর রহমান আরো বলেন, চীনা নাগরিক থিয়াং ইউ তার কর্ণফুলীর ভাড়া বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।











