মুক্তিযোদ্ধা মাকসুদ হায়দার চৌধুরীর ইন্তেকাল

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মাকসুদ হায়দার চৌধুরী গত ১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকাস্থ বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। ভাইদের মধ্যে ব্যবসায়ী মোস্তাক হায়দার চৌধুরী, মহব্বত হায়দার চৌধুরী, রাজনীতিবিদ। মঈনুদ্দিন হায়দার চৌধুরী (মাঈনু) সহ তিনি ১ বোন, ১ সন্তান ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গত বৃহস্পতিবার বাদ জোহর চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার পূর্ব শ্রীরামদী চৌধুরী বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণে নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়। মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন, আমিনুল হক পৌর প্রাথমিক বিদ্যালয় ও হাজী আমজাদ আলী শিশু একাডেমী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ ও অনশন
পরবর্তী নিবন্ধগয়াল পালনে পূরণ হবে পুষ্টির চাহিদা