ব্যক্তি মানুষের বহিঃপ্রকাশ ঘটে জ্ঞানে, মননে ও সৃজনধর্মী কর্ম সম্পাদনে। বিভেদ, হিংসা, আত্মঅহমিকা ত্যাগ করে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসাই মানব জীবনের স্বার্থকতা। আদর্শ মানবিক, দেশপ্রেমিক ও দায়িত্ববোধ সম্পন্ন নাগরিক গঠনপূর্বক সমাজে শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সচেষ্ট হওয়া অপরিহার্য। গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন চবির পালি ও সংস্কৃত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু।
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চবির সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন চবির লোক প্রশাসন বিভাগের অধ্যাপক শামীম নূর। স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দীন। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক গিয়াসউদ্দিন শাহজাহান, সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি মো. ঈমাম হাসান, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম সিরাজী, সাবেক সভাপতি আহমদ ইমরানুল আজিজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ইফতেখার হোসাইন, মানবাধিকার কর্মী ফয়জুর রহমান প্রিন্স। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দীন হাসান, রাজেশ দাশ, সুমন দেব, মেহেরাজ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।