মৃত্যুশূন্য চট্টগ্রাম নতুন শনাক্ত ৬

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ উপজেলায় করোনায় নতুন আক্রান্ত না পেলেও নগরীতে ৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ০ দশমিক ৪৭ শতাংশ। এ সময় কোনো রোগীর মৃত্যু হয়নি। জেলা সিভিল সার্জন কার্যালয় এ সব তথ্য নিশ্চিত করেছে। খবর বাসসের।
সূত্র জানায়, জেলায় করোনায় এ পর্যন্ত মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৪১৫ জন। এর মধ্যে শহরের ৭৪ হাজার ১শ’ এবং গ্রামের ২৮ হাজার ৩১৫ জন। মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনই রয়েছে। এতে শহরের ৭২৩ ও গ্রামের ৬০৮ জন।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ল্যাব এইড ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নগরী ও জেলায় নমুনা সংগ্রহের কোনো বুথে একজনেরও এন্টিজেন টেস্ট করা হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে বিআইটিআইডিতে ০ দশমিক ৩৪ শতাংশ, চমেকহায় ৪ দশমিক ১৬, আরটিআরএলে ১৭ দশমিক ৬৪ ও ইম্পেরিয়াল হাসপাতালে ০ দশমিক ৩৩ শতাংশ এবং শেভরন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার এবং কঙবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ০ শতাংশ সংক্রমণ হার পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধদেশে শনাক্তের হার বেড়েছে মৃত্যু ৩
পরবর্তী নিবন্ধট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে, নিহত ১