ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিতে হবে

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

ভূমিকম্প এক ধরনের পূর্বাভাসহীন প্রাকৃতিক দুর্যোগ। ভূ-অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার ওপরে উঠে আসে তখন ভূমির কম্পন হয়। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্পন বলয়ে অবস্থিত। ফলে দেশটি যেকোন সময় বড় ধরনের ভূমিকম্পের কবলে পড়তে পারে। এমনকি রিকটার স্কেলে ৬ মাত্রার বেশি ভূমিকম্প হলে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলো ধসে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রস্তুতি থাকা প্রয়োজন। এজন্য মানুষকে সচেতন করতে হবে। বড় ভূমিকম্প হলে সাধারণ মানুষ কি করবে, সে জন্য মহড়া আয়োজনের ব্যবস্থা করতে হবে। ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে বিল্ডিং কোড মেনে সঠিক গ্রাউন্ড মেশিন দিয়ে বিল্ডিং ডিজাইন করতে হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা আরও বাড়াতে হবে। পাশাপাশি জাপান ও চীনের মতো উন্নত দেশগুলোর অভিজ্ঞতার আলোকে আমাদের প্রস্তুতি নিতে হবে।

মো. আশরাফুল ইসলাম
শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধওমর খৈয়াম : কবি ও দার্শনিক
পরবর্তী নিবন্ধগৌরবময় মহান বিজয় দিবস আমাদের প্রেরণার উৎস