পটিয়ায় নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাটে নৌকা প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু ও বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজের সমর্থকদের মধ্যে মারামারি হয়। শুক্রবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট মীর সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ৭/৮জন আহত হয়।
জানা যায়, কুসুমপুরা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শনিবার বিকেলে কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করা হয়। এ উপলক্ষে নৌকা প্রতীকের প্রার্থী ইব্রাহিম বাচ্চু সমর্থিতরা বিকেল ৫টায় শান্তিরহাট কামাল মার্কেট এলাকায় প্রস্তুতি সভা করে। পরে তারা কর্মী-সমর্থকদের নিয়ে মিছিলসহকারে এলাকা প্রদক্ষিণ শেষে শান্তির হাট মীর সুপার মার্কেটের সামনে পৌছে। এ সময় সেখানে অবস্থানরত বিদ্রোহী প্রার্থী এম এজাজ চৌধুরী সমর্থিত লোকজন জড়ো হয়। মিছিল দেখে এজাজ সমর্থিতরা নৌকা প্রতীকের সমর্থকদের উদ্দেশ্যে উস্কানিমূলক স্লোগান দেয় এবং মিছিল লক্ষ্য করে পাথর ছুঁড়ে। এতে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় পুলিশ উভয়পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
নৌকা প্রতীকের প্রার্থী ইব্রাহিম বাচ্চু জানান, আমরা প্রস্তুতি সভা শেষ করে গণসংযোগ করছিলাম। এ সময বিদ্রোহী প্রার্থী এজাজের লোকজন আমাদের উপর হামলা চালায়। এতে কয়েকজন কর্মী ও সমর্থক আহত হয়। এ বিষয়ে জানতে বিদ্রোহী প্রার্থী এজাজকে তার মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি অপর প্রান্ত থেকে ফোন রিসিভ করেননি। যার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পটিয়া থানার ওসি রেজাউল করিম জানান, নৌকা প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু ও বিদ্রোহী প্রার্থী এজাজ সমর্থকদের মধ্যে মারামারির যে ঘটনা ঘটেছে, তা ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এতে বড় ধরণের কোন ঘটনা ঘটতে পারেনি। এ ঘটনায় কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।