চিটাগাং ক্লাব লিঃ এর উদ্যোগে এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের তত্ত্বাবধানে গতকাল ২ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি বাস্কেটবল টুর্নামেন্ট। চিটাগাং ক্লাব বাস্কেটবল কোর্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুনামেন্টের উদ্বোধন করেন চিটাগাং ক্লাবের চেয়ারম্যান নাদের খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাস্কেটবল বিভাগের মেম্বার ইনচার্জ ইমিতিয়াজ হাবীব রনি এবং ক্লাব নির্বাহী কমিটির মেম্বার মাহবুবুল কবির খান শান্তুনু, আলী আহসান সেলিম, মো. আজিজুল হাকীম, এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি, মঞ্জুরুল আলম পারভেজ প্রমুখ। উল্লেখ্য টুর্নামেন্টে চিটাগাং ক্লাবের দুটি দল সহ দেশের বিভিন্ন জেলার মোট ১২ টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।












