চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ উপস্থিত ছিলেন। পরে ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েটের পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












