চুয়েট ভিসির সাথে সাংসদ মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ উপস্থিত ছিলেন। পরে ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েটের পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসেপের ‘থ্যাংকস টু ডেভেলপমেন্ট পার্টনার’ অনুষ্ঠান সম্পন্ন
পরবর্তী নিবন্ধসন্ধানী চমেক ইউনিটের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন