করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

কারিতাস লুক্সেমবার্গের আর্থিক সহায়তায় কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম শহরে বসবাসরত বস্তিবাসী, গার্মেন্ট কর্মীসহ শ্রমজীবী ৫শ ৬৭ ব্যক্তিকে ২ হাজার ২৫০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া আয়বৃদ্ধিমূলক কাজের জন্য ৮০ পরিবারকে ৭ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৪৭ পরিবারকে দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে নগদ অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে উক্ত কর্মসূচি উদ্বোধন করা হয়। চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন স্মাইল প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা মো. এমদাদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা, বাকলিয়া থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম, বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল আলম, ডিআইসি নেটওয়ার্কিং ফোরাম সদস্য রাশেদুল হক খোকন প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিআইসি ইনচার্জ মো. আবদুল জলিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাবের রজতজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধইউসেপের ‘থ্যাংকস টু ডেভেলপমেন্ট পার্টনার’ অনুষ্ঠান সম্পন্ন