লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর রজতজয়ন্তী উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি পালনের জন্য নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। গতকাল এক প্রস্তুতি সভা প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন হাসান আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। কমিটির সেক্রেটারি লায়ন নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় লায়ন আবু মোরশেদ, লায়ন তারেক কামাল, লায়ন শুভ নাজ জিনিয়া, লায়ন মঈনুদ্দীন আহমেদ মঈনু, লায়ন ববি বড়ুয়া, লায়ন সোহেলা আর মাহমুদ, লায়ন মমতাজ বেগম, লায়ন নাসিমা রহমান, লায়ন শাহনাজ বেগম প্রমুখ বক্তব্য রাখেন।












