গ্রামের চায়ের দোকানে ভূমিমন্ত্রী, দিলেন আড্ডা

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

আনোয়ারা হাইলধর গ্রামে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাড়ির কাছেই ফকির হাট বাজার। এটি স্থানীয়দের নিত্যদিনের বাজার। এখানে কেটেছে ভূমিমন্ত্রী জাবেদের শৈশবের দিনগুলো। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার বাবা আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জেয়ারত শেষে তিনি ফকির হাটে যান। এখানকার প্রায় প্রত্যেকটি চায়ের দোকানই একই। চারপাশে বেড়া। তাতে পুরনো কাঠের টেবিল-চেয়ার। সেই টেবিলের ওপর প্লাস্টিকের জগ, স্টিলের গ্লাস। সেই দোকানে বসে চা খেলেন ভূমিমন্ত্রী জাবেদ। সেখানে তিনি খুলে বসলেন স্মৃতির ঝাঁপি। তখন শৈশবের স্মৃতিময় আবেগ আর আড্ডায় মেতে উঠেন স্থানীয়দের সাথে। তারাও ভূমিমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হন।
এর আগে দুপুর ১২টায় উপজেলার হাইলধরস্থ বাড়িতে পিতার কবরে শ্রদ্ধা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক এম এ মালেক, যুগ্ম সম্পাদক কলিম উদ্দীন, সুগ্রীব মজুমদার দোলন, সগীর আজাদ, সাহাব উদ্দীন, চেয়ারম্যান জানে আলম, নজরুল ইসলাম বকুল, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব ইমরান হোসেন বাবু, আমিন শরীফ, মামুনুর রশীদ ও যুবলীগ নেতা এম নজরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধতরুণীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধস্বাধীনতার ঘোষণাপত্র পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হাইকোর্টে রিট