তালাবদ্ধ ঘরে আগুন, অল্পের জন্য স্কুলছাত্রীর প্রাণ রক্ষা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

অষ্টম শ্রেণি পড়ুয়া বড় মেয়েকে বাসায় রেখে বাইরে তালা মেরে ছোট মেয়েকে কোচিংয়ে নিয়ে গিয়েছিলেন গৃহিণী নাজমা আকতার। এরমধ্যে বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তালা ভেঙে বাসায় প্রবেশ করে উদ্ধার করে তালাবদ্ধ ওই মেয়েকে। গতকাল বৃহস্পতিবার নগরীর চন্দনপুরা ডিসি রোডের শুক্কুর ম্যানসনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। তবে আগুন তেমন ছড়িয়ে না পড়াতে প্রাণে রক্ষা পায় মেয়েটি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যদিনের মতো অষ্টম শ্রেণি পড়ুয়া বড় মেয়েকে বাসায় রেখে বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে ছোট মেয়েকে কোচিংয়ে যান গৃহিণী নাজমা। এরমধ্যে বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনের ধোঁয়া দেখে পাশের বাসার সকলে নিরাপদে নিচে নেমে এলেও অগ্নিকাণ্ডের শিকার ফ্ল্যাটটিতে আটকা পড়ে কিশোরী মেয়ে। পরবর্তীতে মেয়েটির চিৎকারে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসাটির তালা ভেঙে তাকে উদ্ধার করে। এদিকে আগুন লাগার খবরে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা বেরিয়ে গেলে বাসা থেকে মোবাইল ও মূল্যবান জিনিস চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, বিকেল ৩টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি আগুন লাগা বাসাটি তালাবদ্ধ। এসময় আমরা স্থানীয় লোকজনের সহায়তায় তালা ভেঙে আটকে পড়া কিশোরী মেয়েকে উদ্ধার করি। বাসার ভেতরে দেখা যায় ড্রয়িং রুমে সোফার ফোম ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে। রান্নাঘরের চুলা কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগেনি। অন্য কোনো উপায়ে লাগতে পারে। তিনি বলেন, বাসায় আটকে পড়ার কারণে মেয়েটি আতংকিত ছিল। আমরা তাকে উদ্ধার করে শান্তনা দিই। পরে মা বাসায় আসলে তার হাতে হস্তান্তর করি।

পূর্ববর্তী নিবন্ধনিজ শিশুকে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত যৌথ কমান্ড গঠিত হয়