নারীদের আত্মমর্যাদা ও পেশাগত উন্নয়নে শেখ হাসিনা বিশ্বের রোল মডেল

মহানগর মহিলা শ্রমিকলীগের সমাবেশে বক্তারা

| বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিকলীগের উদ্যোগে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২১ উপলক্ষে মহিলা সমাবেশ গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রহিমা আকতার সাথী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি আলহাজ্ব শফর আলী, বাংলাদেশ মহিলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাসিরন আকতার ডিনা, বিলসের পরিচালক কহিনুর মাহমুদ।
প্রধান অতিথি রহিমা আকতার সাথী বলেন, শেখ হাসিনা নারীদের সুপ্রতিষ্ঠায় ও মর্যাদা দানে এখন বিশ্বের রোল মডেল। আজকের দিনে নারীরা স্বমহিমায় নিজ নিজ পেশা ও দায়িত্ব দক্ষতার সাথে পালন করে যাচ্ছে। নারীদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে। নারীদের এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশ একটি কাঙ্খিত উন্নয়নের পথে যাচ্ছে। প্রধান বক্তা শফর আলী বলেন, একসময় নারীদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করা কঠিন ছিল। আজকের দিনে নারীরা রাজনীতি, শিক্ষাসহ সকল পেশায় মেধামনন ও দক্ষতার সাথে নিজ নিজ কর্মক্ষেত্রে অবিস্মরণীয় সাফল্য পেয়ে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসরিন আকতার ডিনা বলেন, আমরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে থাকলে নারীদের উন্নয়ন, স্বার্থ, মর্যাদা ও পেশাগত উন্নয়নে ঐক্যবদ্ধ। সকল নারী মানুষ হিসেবে নিজেকে বিকশিত ও আলোকিত করায় আমাদের মূল উদ্দেশ্য।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বর্মন, চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিকলীগের সভাপতি নাসরিন আকতার, সাধারণ সম্পাদক আনোয়ারা আলম, সহ-সভাপতি সেলিনা খান, আলেকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাপ্পী দেব বর্মন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য লীগের সাধারণ সম্পাদক নাসরিন আকতার, চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিকলীগ নেত্রী সুমী আক্তার, রুনা মোস্তাক, কলি খন্দকার, রোজি আক্তার, তাহমিনা বেগম, আয়েশা সিদ্দিক নাছিমা, বুলবুল আকতার, জয়া সিং, রেখা, বিলকিস, রুবি, শীলা, রীনা, লুৎফুন নাহার সোনিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিকের গাড়ির ধাক্কায় পথচারী আহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৭ জন