খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে

মহিলা দলের মৌন মিছিল কর্মসূচি

| বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী রেখে বিদেশে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার।
গতকাল বুধবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা মহিলাদলের মৌন মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফাতেমা বাদশা এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, উত্তর জেলা মহিলা দলের সভাপতি মেহেরুন্নেছা নার্গিস, জেলী চৌধুরী, এডভোকেট ফরিদা আক্তার, সেলিনা আক্তার, জেসমিনা খানম, খালেদা বোরহান, শাহিদা খানম, সায়মা হক, এডভোকেট ফারহানা আকতার, রেহানা বেগম, শিরিন আকতার, খেলনা আকতার, রেজিয়া বেগম মুন্নি, ছকিনা বেগম, ফাতেমা আক্তার মুন্নি, পারভিন আকতার, খাদিজা বেগম, লায়লা আকতার, গোলজার বেগম, কামরুন্নাহার লিজা, নুরী মাহফুজা, শারাবান তাহুরা ফেরদৌসি কলি, দেওয়ান মাহমুদা লিটা, খতিজা বেগম, রোকসানা মাধু, নাসিমা আলম, আনোয়ারা বেগম, আলতাজ বেগম, মর্জিনা আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লায় দোকানে আগুন
পরবর্তী নিবন্ধপরিবহন শ্রমিকদের কল্যাণে কাজ করেছেন রুহুল আমিন