বর্জ্য ব্যবস্থাপনায় পাইলট প্রকল্প উদ্বোধন

সমগ্র চট্টগ্রামকে সুন্দর ও আধুনিক ব্যবস্থাপনায় নিয়ে আসাই লক্ষ্য

| বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরীর বর্তমান প্রেক্ষাপটে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে পশ্চিম ষোলশহর ওয়ার্ডের নবীনগরে ছয়মাস ব্যাপী একটি আদর্শ বর্জ্য ব্যবস্থাপনা পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। নিঃসন্দেহে এই প্রকল্প সমগ্র চট্টগ্রামে একটি আলোড়ন সৃষ্টি করেছে। পরীক্ষামূলকভাবে গৃহিত এই পাইলট প্রকল্প সফল হলে তা অনুসরণ করে নগরীর সকল ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে পরবর্তীতে বর্জ্য ব্যবস্থাপনার এই পদ্ধতি বাস্তবায়ন করা হবে। গতকাল বুধবার সকালে নগরীর ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের নবীনগর এলাকায় উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ও ইপসার সহযোগিতায় বাস্তবায়িত আদর্শ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র বলেন, এই প্রকল্পের আওতায় নবীনগর এলাকায় প্রতিটি বাড়িকে একই রঙ্গে সাজিয়ে প্রতিটি গলি ও বাড়ির সামনে ময়লা ফেলার জন্য ঢাকনাযুক্ত বিন বসানো হয়েছে। বাসা-বাড়ি থেকে সংগ্রহকৃত বর্জ্যের একটি অংশকে ডাম্পিং করার আগে উৎপাদনশীল খাত হিসেবে চিহ্নিত করে ডাম্পিং এর পর রিসাইকেলিং করে বাকি বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে। সেই সাথে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণের জন্য দেয়ালে চিকা ও আলপনা আঁকা হয়েছে। এসব কাজের মধ্য দিয়ে শুধু এই এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় নয়, এলাকার সামগ্রিক চিত্রও পাল্টে গেছে। সমগ্র চট্টগ্রামকেই এরকম সুন্দর ও আধুনিক ব্যবস্থাপনায় আনায় আমাদের লক্ষ্য। সেইজন্য জনগণের সচেতনতারও বিকল্প নেই।
৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর ও চসিক বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে এবং ইপসার প্রয়াস-২ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আতাউল হাকিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আদর্শ বর্জ্য ব্যবস্থাপনা পাইলট প্রকল্পের ধারণা সম্পর্কে বক্তব্য দেন ইপসার উপ-পরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানু। তিনি বলেন, আগামী ছয়মাস এই প্রকল্পের আওতায় নবীনগর এলাকায় স্থাপিত সকল বিনে পলিথিন সরাবরাহ করবে ইপসা। সেইসাথে এই এলাকার মানুষদের বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কার্যকমেও সংযুক্ত করা হবে। পাইলট প্রকল্পের মেয়াদের শেষে এই প্রকল্পের প্রতিবন্ধকতা, সুযোগ, কার্যকারিতা, পূনঃ বাস্তবায়ন যোগ্যতা, মতামতসহ ইত্যাদি সামগ্রিক বিষয়াদি উল্লেখপূর্বক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জমা দেবে ইপসা।
সভায় আরো বক্তব্য রাখেন চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, সাধারণ সম্পাদক এস এম সেলিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন
পরবর্তী নিবন্ধবেড়েছে উন্নয়ন, সংঘাত কমেনি আঞ্চলিক দলগুলোর