টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফার নেতৃত্বে হামলায় আহত হয়েছে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন। ছাত্রলীগের ওয়ার্ড কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার ঘটনা এটি। জানা যায়, গতকাল দুপুরে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নূর কামাল ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বাক্ষরিত ১নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ আবছার উদ্দিন মুন্নাকে সভাপতি ও মো. রাসেল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের ওয়ার্ড কমিটি গঠন করা হলেও আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে বলে জানান তারা। ওই ওয়ার্ডে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফার বাড়ি। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক ওয়ার্ড কমিটি গঠন করায় ক্ষুদ্ধ হয়ে উঠেন তিনি। এক পর্যায়ে একই ওয়ার্ডের বাসিন্দা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনকে গতকাল বুধবার সন্ধ্যায় দলবল নিয়ে মারধর করে আহত করে। মোবাইল ও নগদ টাকা লুটে নেয়। পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সালাহউদ্দিন বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফার উপস্থিতিতে সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করেছে সোলতান আজমসহ একদল সন্ত্রাসী। তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা হামলায় সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করে বলেন, অর্থ নিয়ে ওয়ার্ড কমিটি ঘোষণা দেওয়ায় ছোটখাটো ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নূর কামাল।