তদন্তকারী কর্মকর্তাকে পাঁচ দিন জেরা

সিনহা হত্যা মামলা

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অন্যতম প্রধান সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের জেরা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় তার সাক্ষ্যগ্রহণ, জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়। আদালতে জবানবন্দি দেয়ার পর তাকে আসামি পক্ষের আইনজীবীরা গত পাঁচদিন টানা জেরা করেন। আদালত এ মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের জেরা শুরু হয়। আসামি পক্ষের আইনজীবী অ্যাড. রানা দাশগুপ্তের জেরায় মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম আদালতে জানিয়েছেন, ওসি প্রদীপসহ আসামিরা পরিকল্পিতভাবেই মেজর (অব.) সিনহাকে হত্যা করে। টেকনাফ থানায় দায়িত্ব পালনকালে ওসি প্রদীপের নানা অপকর্মের খবর জানতে পেরে তা ভিডিও ধারণ করার খবর জেনে গেলে প্রদীপ সিনহাকে হত্যার পরিকল্পনা করেছিল।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. ফরিদুল আলম বলেন, এটি একটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর মামলা। এই মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী হচ্ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তাকে গত পাঁচদিন ধরে জেরা করেছেন। তিনি জানান, এ নিয়ে এই মামলায় মোট ৬৫ জন সাক্ষীর জবানবন্দি, সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। মামলায় চার্জশিটে মোট ৮৩ জনকে সাক্ষী করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ২য় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৫৫ প্রার্থী
পরবর্তী নিবন্ধমুরিং লাইন ছিঁড়ে এলএনজি সরবরাহে বিঘ্ন