নোয়াপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চার দোকান ক্ষতিগ্রস্ত

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথের হাট মিয়া মার্কেটের বিপরীতে থাকা একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দোকানের চাল উড়ে গিয়ে অগ্নিকাণ্ড হয়েছে। তবে মার্কেটের লোকজন সিলিন্ডারে আগুন দেখে দ্রুত নিরাপদ স্থানে ছুটে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে এই ঘটনার সূত্র হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ও কালুরঘাট থেকে দমকল বাহিনীর লোকজন এসে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জিন্নাত আলী জানিয়েছেন, মনির হোসেনের গ্যাস সিলিণ্ডারের দোকানের একটি সিলিণ্ডার থেকে মৃদু আগুন দেখা গেলে দোকানের এক কর্মচারী বালু ও ছেড়া বস্তা দিয়ে সিলিণ্ডারের আগুন নিভানোর চেষ্টা করছিল। এ সময় তিনিসহ অন্যান্যরা দুঘর্টনা ঘটার আশঙ্কায় আশেপাশের দোকান থেকে সকলকে নিরাপদ আশ্রয়ে পাঠান। এর পর পরই ৫টি সিলিণ্ডার বিস্ফোরণে দোকানের টিনের চালা উড়ে যায়। দোকান ঘরটি বিধ্বস্ত হয়। এই ঘটনা দেখতে সড়কের উপর হাজার হাজার মানুষ জড়ো হলে ফায়ার সার্ভিসের লোকজন দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হয়। স্থানীয় চেয়ারম্যান বাবুল মিয়া ও ইউপি মেম্বার নুরুল ইসলাম এসে রাস্তা থেকে উৎসুক মানুষকে হঠিয়ে দেয়। এ সময় ব্যস্ততম কাপ্তাই সড়কে যানবাহন বন্ধ হয়ে তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সোয়া নয়টায় আগুন নিভানো হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কালুরঘাট দমকল বাহিনীর টিম লিডার বাহার উদ্দিন জানিয়েছেন, রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের সহযোগি হিসাবে তারা কাজ করেছে। এই আগুনে গ্যাস সিলিণ্ডারের দোকানসহ চারটি দোকানের ক্ষতি হয়েছে। মার্কেটের লোকজন বলেছেন এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মনির, পরিমল, গিয়াস ও রূপম নামে চার ব্যবসায়ী।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুশূন্য চট্টগ্রামে নতুন শনাক্ত ৪
পরবর্তী নিবন্ধবান্দরবানে নির্বাচনী সহিংসতা মামলায় ১৫ জন কারাগারে