অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। এ মামলায় আগামী ২২ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ রেখেছেন তিনি। খবর বিডিনিউজের।
অস্ত্র আইনের মামলায় দণ্ড নিয়ে কারাগারে থাকা শামীমা নূর পাপিয়াকে গতকাল মঙ্গলবার অবৈধ সম্পদ অর্জনের এই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য কারাগার থেকে আদালতে আনা হয়। এ সময় তাকে এজলাস কক্ষের বেঞ্চে বসে বাদাম ও প্যাকট ছিঁড়ে চানাচুর খেতে দেখা যায়, যদিও হাজতী বা কয়েদীর সেখানে খাওয়ার অনুমতি নেই। মুঠো ভর্তি বাদাম, চানাচুর খাওয়ার পর তাকে বোতল থেকে পানিও পান করতে দেখা যায়। এজলাস কক্ষে ছবি তোলা নিষিদ্ধ হওয়ায় সাংবাদিকরা এ ঘটনার কোনো ছবি তুলতে পারেননি। সোয়া ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছর ৪ আগস্ট দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের মার্চ মাসে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন এই দুদক কর্মকর্তা।