বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এটা ভূ-খণ্ডের সীমানায় নাগরিকের দেশ পাওয়ার নিশ্চয়তা। আমাদের অধিকার সমূহ এখনো গণমানুষের নাগালে পৌঁছাতে পারিনি। যেমন শিক্ষা সকল শিশু-কিশোর, যুবকের অধিকার। এই সকল অধিকার দিতে হলে সকলকে নিয়ে রাষ্ট্র এবং রাজনীতির পুনঃর্গঠন করতে হবে। তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন ছড়াবে।
তিনি গতকাল মঙ্গলবার নগরীর জালালাবাদ খুলশীতে কল্যাণ পার্টির ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরের সপ্তাহব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কল্যাণ পার্টির মহানগর সভাপতি অ্যাডভোকেট এম. এন মোস্তফা নূরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসীন, রাবেয়া মুন্নি মেরী, আবু হানিফ প্রমুখ। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











