ডাঙ্গা থেকে জলে হয়েছে ঠাঁয় ;
বুকের অরণ্য জুড়ে দহন —
দগ্ধ হচ্ছি অহর্নিশ।
স্রোতের উজানে আছি ভেসে
কোথা যাই ভেসে স্রোতের টানে
জানি নে হদিস।
নিয়তি যেদিকে টেনে নিয়ে যায়, যাক ;
দরদী কেউ নেই, দীর্ঘশ্বাস ফেলার।
তুফানকে আর করি না ভয়
কালের আবর্তে উধাও সুদিন,
নশ্বর পৃথিবী ছেড়ে
যেতে তো হবে একদিন।
আপাতত জলের গর্ভে
শান্তি খুঁজি কখনো ভেসে,
কখনো নিমগ্ন হয়ে।