সরীসৃপীয় ও স্তন্যপায়ী মস্তিষ্ক : কুকুররা দেখবেন নিজেদের এলাকায় প্রতিবেশী কুকুর এলে খুব বিরক্ত হয়, ঘেউ ঘেউ শুরু করে। একটা নিদিষ্ট পর্যায় পর্যন্ত আদিম, অমার্জিত, স্হুুল কিছু মানুষ সমাজে রয়েছে। তারা পরিবর্তনকে ভয় পায়। অন্যজনকে ভয় পাই। প্রতিপক্ষ ভাবে।
লিম্বিক মস্তিষ্ক : সাপ সুযোগ পেলেই আপনাকে ছোবল মারবে। লিম্বিক মস্তিষ্ক ব্যবস্থার নির্মাণ কৌশল সরীসৃপ মস্তিষ্ক থেকে আলাদা। এরা রক্ষণশীল। পুরাতনকে আগলে ধরে ঠিকে থাকতে প্রাণপণ যুদ্ধেরত থাকবে। যেমন- চাকা নতুন করে আবিষ্কারের দরকার কি?
আধুনিক মস্তিষ্ক : এই তৃতীয় মস্তিষ্কের ভেতরে থাকে যাবতীয় বৌদ্ধিক সম্পদ। এ আধুনিক মস্তিষ্ক ব্যবহারের ফলে এক একজন হয়ে ওঠেন কালজয়ী মহামানব। যেমন – রবীন্দ্রনাথ, দালাইলামা, সুবর্ণ বারী প্রমুখ।
প্রজন্মের কথা একমাত্র আধুনিক মস্তিষ্কের লোক বিশ্বাস করতে পারে। তাদের চিন্তাগুলো ব্যাপক হয়। প্রত্যেকের মস্তিস্কের গঠন একই রকম নয়, মস্তিষ্কের গঠনের রয়েছে নানা সমস্যা, যেমন: সরীসৃপাদি বিবর্তন হয়ে লিম্বিক এবং লিম্বিক বিবর্তিত হয়ে আধুনিক মস্তিষ্কে উপনীত হতে হলে প্রচুর আত্ন অন্বেষণ ও আত্ননিবেদিত হতে হয়।এ পরিশ্রম পূর্বপুরুষের সরীসৃপ ও লিম্বিক মস্তিষ্কের লোকেরা করলে তারা হতো আধুনিক মস্তিষ্কের লোক। সরীসৃপ হলো সাপ জাতীয়, লিম্বিক হলো কুকুরের মস্তিষ্ক। একটি কুকুর তার এলাকাস্থিত নেতা। অন্য এলাকার কুকুর দেখলে সে প্রতিরোধক হয়ে ঘেউ ঘেউ করে। অঞ্চল ভিত্তিতে মানুষকেও এরকম আচার-আচরণ করতে দেখবেন।