চকরিয়ায় অনিয়মের অভিযোগে প্রিসাইডিং অফিসার গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১ ডিসেম্বর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

চকরিয়ায় গত রোববার অনুষ্ঠিত পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর পক্ষে অনিয়মের অভিযোগে প্রিসাইডিং অফিসারকে গ্রেপ্তার হয়েছে। তাঁর নাম মুজিবুর রহমান (৪৫)। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেছেন রিটার্নিং অফিসার ও প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মুজিবুর রহমান বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী কাইছার হামিদসহ তিনজন প্রার্থী অভিযোগ করেন- মামলার আসামি ওসমান গণির (বর্তমানে জেলে) পক্ষে ফুটবল প্রতীকে সিল মেরে বাক্সভর্তি করার প্রস্তুতি নিচ্ছিলেন ওই প্রিসাইডিং অফিসার। বিষয়টি দেখতে পেয়ে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিসাইডিং অফিসারের কক্ষে গিয়ে ফুটবল প্রতীকে সিল মারা কিছু ব্যালট পেপার জব্দ করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ভোটগ্রহণ চলাকালে বেলা দুইটার পর উক্ত অনিয়মের অভিযোগে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় ৫ ইউনিয়নে জামানত হারালেন ২৬ চেয়ারম্যান প্রার্থী
পরবর্তী নিবন্ধপ্রেসক্লাবের প্রবেশমুখে কর্মীদের হাতাহাতি