চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৩৬.৭৫ কোটি টাকা। ১৫,৯৯৬ টি লেনদেনের মাধ্যমে মোট ১.২৮ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৯.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,৮৭৭.২৮ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ২.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫,০৭.৭৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ২.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২,১৬.৫৯ পয়েন্টে । সিএসইএসমেঙ ইনডেক্স গতকাল অপরিবতিত আছে যা হলো ৬৪১.৮০ পয়েন্টে। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৩,১৬৫.১৪ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৫,৬২৯.৫৪ কোটি টাকায় ।
সিএসইতে ৩৬৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৫০ টির, কমেছে ১১১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪ টির। প্রেস বিজ্ঞপ্তি।