বাংলাদেশে নিযুক্ত জার্মানির ডেপুটি হেড এবং চার্জ দ্য এ্যাফেয়ার্স কনস্টানজা জায়েহ্রিঙ্গার গতকাল সোমবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ জহিরুল ইসলাম চৌধুরী ,অঞ্জন শেখর দাশ, সাকিফ আহমেদ সালাম, এস. এম. তাহসিন জোনায়েদ, জার্মানীর অনারারী কনসাল মির্জা শাকির ইস্পাহানী বক্তব্য রাখেন। চেম্বার পরিচালক মোহাম্মদ আদনানুল ইসলাম, দূতাবাসের ইকোনমিক এ্যাফেয়ার্স অফিসার ফারিস্তা মাহবুব ও চেম্বার সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চেম্বারের পক্ষ থেকে তথ্যচিত্র উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্সের (বিসিই) প্রধান নির্বাহী ওয়াসফি তামিম। জার্মানির ডেপুটি হেড এবং চার্জ দ্য এ্যাফেয়ার্স কনস্টানজা জায়েহ্রিঙ্গার বলেন,চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্য ও সরাসরি বিদেশী বিনিয়োগ আকর্ষণের প্রচুর সম্ভাবনা রয়েছে। ওএভি জার্মান এশিয়া-প্যাসিফিক বিজনেস এসোসিয়েশনের একটি বাণিজ্য প্রতিনিধিদল ২০১৯ সালে চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে মতবিনিময় করেন।
চেম্বার সভাপতি মাহবুুবুল আলম বলেন,চট্টগ্রামের মাধ্যমে আমদানি-রপ্তানিসহ দেশের সকল অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়। বন্দর সুবিধার কারণে এ অঞ্চলে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিদ্যমান। বর্তমানে মিরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরে বিদেশী বিনিয়োগের জন্য গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি সুবিধাসহ ওয়ান স্টপ সার্ভিস প্রদান করা হচ্ছে। পাশাপাশি সরকার অনেক প্রণোদনা সুবিধা দিচ্ছে। তিনি এসব সুবিধা কাজে লাগাতে জার্মান বিনিয়োগ এবং লাইট ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি খাতে সহযোগিতা প্রত্যাশা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












