সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

| মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:১৬ পূর্বাহ্ণ

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের বাজুস কার্যালয়ে সংগঠনটির ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ২০২১-২০২৩ মেয়াদে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। সায়েম সোবহান আনভীর তাঁর নেতৃত্বাধীন পুরো প্যানেলকে নির্বাচিত করায় সকল জুয়েলারি ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধবর্তমান সরকার মৎস্যখাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে