সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ড

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্রাপ জাহাজ কাটার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকাল ৪টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া সাগর পাড়ে অবস্থিত এম এ শিপ ব্রেকিং ইয়ার্ড নামক জাহাজভাঙ্গা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, বিকেলে ওই জাহাজ ভাঙ্গা কারখানার শ্রমিকেরা অক্সি-অ্যাসিটিলিন শিখার সাহায্যে স্ত্র্যাপ জাহাজের মেশিন রুমের কাটিং কাজ করছিলেন। রুমের নিচের অংশ কাটার সময় হঠাৎ আগুনের ফুলকি নিচে জমে থাকা মবিলে ছিটকে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই ওই রুমে আগুন ধরে যায় এবং রুমে থাকা আসবাবপত্র পুড়ে যায়। তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দীর্ঘ দুই ঘণ্টা প্রচেষ্টার পর সন্ধ্যা ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এম এ শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুব হোসেন জানান, স্ক্রাপ জাহাজটির অধিকাংশই আগে কাটা হয়ে গেছে। সোমবার বিকেলে মেশিন রুমের অবশিষ্ট অংশ কাটার সময় আগুনের স্ফুলিঙ্গ পড়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কোন শ্রমিক হতাহত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধডলারের মূল্য নিয়ন্ত্রণে অর্থমন্ত্রী মুখ্য সচিব ও গভর্নরকে চেম্বার সভাপতির চিঠি
পরবর্তী নিবন্ধসায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত