রামপুরায় বাসচাপায় স্কুলছাত্র নিহত, ১২ বাসে আগুন

| মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:১০ পূর্বাহ্ণ

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের চাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় (১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা আটটি বাস ভাঙচুর করে আগুন দিয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে রামপুরা পলাশবাগ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাইনুদ্দিন স্থানীয় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। খবর বাংলানিউজের।
নিহত মাইনুদ্দিনের বন্ধু মারুফ ইসলাম জানান, রামপুরা টিভি রোডের সামনের রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অনাবিল বাসের চাপায় ঘটনাস্থলেই মাইনুদ্দিন মারা যায়। এ সময় মাইনুদ্দিনের সঙ্গে তার দুলাভাই সাদ্দাম ছিলেন। তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আসার আগেই বাসে আগুন দেওয়া হয়। মরদেহ এখনো উদ্ধার করা হয়নি। মুমূর্ষু অবস্থায় অভিযুক্ত বাসের চালককে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ জানান, বাসে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআঁধারমানিক চা বাগানে কোভিড টিকা প্রদান
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে কিশোরীকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার