মোহাম্মদ আমিনের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ

কারেন্ট বুক সেন্টারের প্রতিষ্ঠাতা

| মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:০৬ পূর্বাহ্ণ

অভিজাত পুস্তক বিপণন কেন্দ্র কারেন্ট বুক সেন্টারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিনের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সকাল ৮টায় গরিবুল্লাহ শাহ (রা.) মাজারস্থ কবর প্রাঙ্গণে কোরানখানি, জেয়ারত এবং মরহুমের ফিঙ্গিরীবাজারস্থ নিজ বাসভবনে বাদ এশা খতমে কোরান, তাহলিম এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রয়াত আমিন তালুকদার ঝালকাঠির ব্যবসায়ী মরহুম আব্দুল হামিদ তালুকদারের দ্বিতীয় পুত্র।
বর্তমানে কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারে কারেন্ট বুক সেন্টার বিপণন কেন্দ্রটি রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ হাশিমপুর আব্দুল বারী শাহ্‌ নুরানী মাদ্রাসা উদ্বোধন
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যের বিভাগীয় পরিচালকের সাথে সুজনের মতবিনিময়