সাবেক সংসদ সদস্য অ্যাড. শাহাদাত হোসেন চৌধুরীর ইন্তেকাল

আজ জানাজা

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:০৩ পূর্বাহ্ণ

আনোয়ারা-পশ্চিম পটিয়া আসনের সাবেক সাংসদ, আনোয়ারা উপজেলার সাবেক চেয়ারম্যান, বৈরাগ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী (৭৭) গতকাল সোমবার রাত আটটায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি ১ ছেলে ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১ টায় আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ও দুপুর ২টায় নিজ বাড়ি বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, শাহাদাত হোসেন চৌধুরী ১৯৭৯ সালে আনোয়ারা -পশ্চিম পটিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৫ সালে আনোয়ারার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগে ১৯৭৭ সন থেকে আনোয়ারার ১ নং বৈরাগ ইউনিয়নের ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।অ্যাডভোকেট শাহাদাত হোসন চৌধুরীর ইন্তেকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক , দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুর রব চৌধুরী টিপু, আনোয়ারা প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধহামিম আহমেদ চৌধুরী তুহিন
পরবর্তী নিবন্ধসরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরী সংসদ গঠিত