বড়াই

শারমিন সুলতানা রীনা | মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চালচলনে জমিদারী
কথার ভীষণ বড়াই
বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়
কাকে আমি ডড়াই

দাদার দাদা জমিদারের
নামকরা এক সেপাই
সে গৌরবে ঠাট দেখাতো
তার ছিলোনা দু’পা-ই

কথায় কথায় হামকি দামকি
যেনো দেশের রাজা
গাঁয়ের লোকে বুদ্ধি আঁটে
তাকে দিতে সাজা।

পূর্ববর্তী নিবন্ধশিশু কিশোরদের মনের বিরূপ প্রভাব বুঝতে হবে আমাদের
পরবর্তী নিবন্ধশতভাগ পেনশন সমর্পণকারীদের দুর্দশা