চট্টগ্রাম প্রেস ক্লাব ক্রীড়ায় সদস্যদের ইভেন্ট সম্পন্ন

| সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৯:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার সদস্যদের ইভেন্টসমূহ গতকাল প্রেস ক্লাবে সম্পন্ন হয়েছে। ঝুঁড়িতে বল নিক্ষেপ ইভেন্টে অপর্ণা খাস্তগীর প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছেন ইয়াসমিন ইউসুফ এবং সুচন্দা নন্দী। তৃতীয় হয়েছেন ডেইজি মওদুদ, শামীম আরা লুসি এবং রাখী তালুকদার। ডার্ট প্রতিযোগিতায় ডেইজি মওদুদ প্রথম এবং সুচন্দা নন্দী দ্বিতীয় হয়েছেন। এছাড়া শামীম আরা লুসি, ইয়াসমিন ইউসুফ, রাখী তালুকদার এবং অপর্ণা খাস্তগীর সম্মিলিতভাবে তৃতীয় স্থান পেয়েছেন। হিট দ্যা স্ট্যাম্প ইভেন্টে ডেইজি মওদুদ প্রথম, রাখী তালুকদার দ্বিতীয় হয়েছেন। শামীম আরা লুসি, ইয়াসমিন ইউসুফ,সুচন্দা নন্দী এবং অর্পনা খাস্তগীর তৃতীয় স্থান অর্জন করেছেন। খেলা পরিচালনায় ছিলেন ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু। এছাড়া গতকাল রোববার ব্রিজ ইভেন্টে মুহাম্মদ মোরশেদ আলম-যীশু রায় চৌধুরী জুটি ইসকান্দর আলী চৌধুরী-মাখন লাল সরকার জুটিকে হারিয়ে পরবর্তী রাউণ্ডে উঠেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে কম রানে থামাতে চায় পাকিস্তান
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু