মুজিববর্ষ সিজেকেএস ১ম বিভাগ হকি লিগে গতকাল তিনটি খেলা অনুষ্ঠিত হয়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় মুক্ত বিহঙ্গ এবং মাদারবাড়ী উদয়ন সংঘের মধ্যকার খেলা গোল শূন্য ড্র হয়। দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা) ৪-০ গোলে কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবকে পারজিত করে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা) দলের পক্ষে উৎপল ২টি, প্রিন্স এবং জয় ১টি গোল করেন। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় উৎপল তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর সুলতান মাহমুদ খান শাহীন। ৩য় খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) এবং বক্সিরহাট ইয়ংমেন্স ক্লাব ১-১ গোলে ড্র করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) দলের পক্ষে গোল করেন ইসমাইল এবং বক্সিরহাট ইয়ং ম্যানস্ ক্লাবের পক্ষে গোল করেন আশিকুর রহমান। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) দলের শাহীন। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস হকি কমিটির সদস্য মো. মোশফেকুর রহমান আরমান। গ্রুপ পর্বের খেলায় দুই দলের মধ্যে পয়েন্ট সমান হওয়ায় বক্সিরহাট ইয়ংমেন্স ক্লাব গোল গড়ে সুপার ফোরে উন্নীত হয়।