চট্টগ্রামের প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড়দের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। পুনর্মিলনীকে সফল করতে প্রাক্তন খেলোয়াড়দের সভা গত ২৬ নভেম্বর শুক্রবার সিজেকেএস জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল করতে উদযাপন কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি আ ন ম ওয়াহিদ দুলালকে পুনর্মিলনী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ও সাবেক হ্যান্ডবল খেলোয়াড় মনোরঞ্জন সাহাকে আহ্বায়ক এবং মোহাম্মদ মারুফকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এনামুল হাসান ও রেজিয়া বেগম ছবিকে যুগ্ম আহবায়ক এবং রিপন কিশোর রায়কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











