চট্টগ্রাম প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমন্বয় কমিটির অভিষেক ও চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নবনির্বাচিত কমিটি এবং ৬০ দশকের কৃতী ১০ ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেশিয়ামে সম্পন্ন হয়েছে। এতে সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি এবং চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি নন্দীরাম লাল লাতুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাছরুরুল বারী ফারহান। নির্বাহী সদস্য সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন অভিষেক ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক দীন বন্ধু দাশ গুপ্ত। বক্তব্য রাখেন, সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, ৬০ দশকের সংবর্ধিত ফুটবলার অমলেন্দু বড়ুয়া, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ও সাধারণ সম্পাদক হাসান মুরাদ। ৬০ দশকের সংবর্ধিত ফুটবলাররা হলেন, নুরুল ইসলাম, সুধীর চন্দ্র পালিত, নিরঞ্জন চক্রবর্ত্তী, মুক্তিযোদ্ধা বিমল কর, বিজয় সেন গুপ্ত, গকুল চন্দ্র দাশ, পরমেশ চৌধুরী, ভূদেব বড়ুয়া, হাবিব উল্লাহ ও আবুল খায়ের। অনুষ্ঠানে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ফুটবলার শৈবাল বড়ুয়া ও ইসমাইল কুতুবীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া সহ-সভাপতি বাবুল দেব রায় এবং মরহুম সদস্য ফখরুল ইসলাম টিটুর পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সংগঠনের সহ-সভাপতি রনজিত পাল, সুজিত সিংহ গনেশ ও জামাল উদ্দিন ফারুকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।