লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের বিশেষ বোর্ড সভা ক্লাব সভাপতি লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক, জিএসটি জেলা কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা, এলসিআইএফ জেলা কো-অর্ডিনেটর লায়ন মোসলেহ উদ্দিন খান, রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন তপন কান্তি দত্ত, রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন রাজীব সিংহ, জোন চেয়ারপারসন লায়ন নিশাত ইমরান। সভায় ক্লাবের আগামী দিনের সেবা কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কাল ৩০ নভেম্বর চট্টগ্রাম ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সংবর্ধনা কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়। বক্তারা সংবর্ধনা অনুষ্ঠানকে সফর করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।