সীতাকুণ্ডে শ্বশুরের দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন রেশমী আক্তার (৩০) নামের এক গৃহবধূ। গত শনিবার রাত সাড়ে ৭টার সময় উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রেশমী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর থেকে শ্বশুর আব্দুল মতিন (৬০) পালাতক রয়েছে। গত রোববার সকালে এ বিষয়ে সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে।
জানা যায়, গৃহবধূ রেশমী আক্তারের স্বামী শাখাওয়াত হোসেন একজন প্রবাসী। ঘরে শ্বশুর-শাশুড়ির সাথে থাকেন রেশমী। প্রায় সময় তার সাথে পারিবারিক কলহ লেগে থাকে শ্বশুর-শাশুড়ির। শনিবার সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে শ্বশুর আব্দুল মতিন রেশমীকে দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার কান, হাত এবং মাথায় মারাত্মক জখম হয়। এ সময় পরিবারের অন্য লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।
রেশমীর বোন শামীমা আক্তার বলেন, আমার বোনকে প্রতিদিনই বিভিন্ন বিষয়ে নিয়ে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে। আজও নির্যাতনের এক পর্যায়ে শ্বশুর দা দিয়ে কুপিয়ে তার একটি কান কেটে ফেলে এবং হাত ও মাথায় আঘাত করে।
বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই পার্থ সারতী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক ঝগড়া ও কথা কাটাকাটিতে শ্বশুর আব্দুল মতিন পুত্রবধূকে কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।