ট্রেনে ফেলে যাওয়া ব্যাগ ফিরে পেলেন যাত্রী

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ভুলবশত ব্যাগ ফেলে আসেন পারভিন আখতার নামে এক যাত্রী। পরে ট্রেনে বগি পরিষ্কার করার সময় সেটি চোখে পড়ে রেলওয়ে কর্মচারীদের। তারা ব্যাগটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন এবং পরে ব্যাগটি মালিককে ফিরিয়ে দেওয়া হয়। ব্যাগে তার সার্টিফিকেট, নগদ ৩০ হাজার টাকা, মূল্যবান কাগজপত্র ছিল। চট্টগ্রাম রেলস্টেশনের হেড অব টিকিট কালেক্টর তানভীর আহমেদ মিশুক বলেন, রোববার সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এঙপ্রেসে ভুলবশত ব্যাগটি ফেলে যান যাত্রী পারভিন। পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের তথ্যসেবা কেন্দ্রে যোগাযোগ করলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে ব্যাগ ফিরিয়ে দেয় কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধকখনো পুলিশ, কখনো সাংবাদিক !
পরবর্তী নিবন্ধযুবলীগের বর্ধিত সভাকে ঘিরে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে নগরী