চট্টগ্রাম জেলা দাবা বাছাই চ্যাম্পিয়নশিপের ৪র্থ রাউন্ড সম্পন্ন

| রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৯:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা দাবা বাছাই চ্যাম্পিয়নশিপের ৪র্থ রাউন্ড সম্পন্ন হয়েছে। ৪র্থ রাউন্ড শেষে শেষে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন রাব্বি সেলিম ও দিব্য দাশ, ৩.৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছেন নাছির হাসান, সত্যঞ্জয় বড়ুয়া ও সুজন চাকমা, ৩ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে আছেন আলী কায়সার, জাহাঙ্গীর আলম, ইফতেখার আলম, আব্দুল হান্নান, সুমন বড়ুয়া, শামশুল হক, কামরুল ইসলাম, শামশুল আলম, মুজিবুর রহমান, গোলাম কিবরিয়া, আসাদুল হক, রুহুল আমিন, আসিফ মাহমুদ। ৫ জন মহিলা দাবাডুসহ মোট ৭০জন দাবাডু এই টুর্নামেন্টে অংশগ্রহন করছেন। ৭ রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে ৫দিন ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ১২ জন দাবাডু জোনাল-৩ তে চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করবে। যা আগামী ২ ডিসেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল ২৭ নভেম্বর সিজেকেএস জেলা দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয় সিজেকেএস কনভেনশন হলে। অনুষ্ঠানে সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি ছিলেন। সিজেকেএস দাবা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক রকিবুল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে ও প্রকৌশলী এস এম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিজেকেএস দাবা কমিটির সদস্য আলী কায়সার, সৈয়দ আবদুল আহাদ, নাসির হাসান, কামরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅক্ষরের ঘূর্ণিজাদুর পর ভারতের লিড
পরবর্তী নিবন্ধহকি লিগে বক্সিরহাট ইয়ংমেন্স ক্লাবের বড় জয়