চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ ৫ ওয়ার্ডের ইউনিট সম্মেলন। এরমধ্যে ৮নং শুলকবহর ওয়ার্ডে খ ইউনিটের সম্মেলন বিকেল ৩টায় মুরাদপুর শহীদ জানে আলম সড়কের ডা. নুরুল হুদা সাহেবের বাসভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। একই সময়ে ১৬নং চকবাজার ওয়ার্ডের ক ইউনিটের সম্মেলন কাপাসগোলা বালক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
অপরদিকে ২৩নং পাঠানটুলী ওয়ার্ডের ক ইউনিট শাখার সম্মেলন খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড ক ইউনিট আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে মেট্রোপ্লাজা মাঠ ফকির হাটে বিকেল ৪টায়। এদিকে ৪৩নং আমিন জুট মিল শিল্প অঞ্চল আওয়ামী লীগের ক ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হবে সকাল ১০টায় আমিন কলোনীস্থ দলীয় কার্যালয়ে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান কমিটিতে যারা দায়িত্বে আছেন তাদের উপস্থিতিতে এ ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হবে।












