শাখাওয়াত হোসেন শিবলী খানদীঘি হাইস্কুলের সভাপতি পুনঃনির্বাচিত

| রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৮:০৩ পূর্বাহ্ণ

চন্দনাইশের খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল ওয়াহেদ মাস্টারের পুত্র শাখাওয়াত হোসেন শিবলী। গতকাল চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাচিত অভিভাবক সদস্যদের গোপন ব্যালেটে সভাপতি নির্বাচনে শাখাওয়াত হোসেন শিবলী ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাতবাড়িয়া ইউনিয়ন আ.লীগ আহবায়ক অধ্যাপক আবদুল আলিম পেয়েছেন ৩ ভোট। গত ২০ নভেম্বর অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নবনির্বাচিত সভাপতি শাখাওয়াত হোসেন শিবলী পূর্ব সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও পরিচালনা পর্ষদ সভাপতি ও গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কমপ্লেক্সের সেক্রেটারী। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমান্নান, মহিউদ্দিন ও দানুকে স্মরণ
পরবর্তী নিবন্ধআউলিয়া কেরামের জীবনাদর্শ অনুসরণ করতে হবে