নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইলিয়াছ খানকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, গত শুক্রবার সন্ধ্যায় আকবর শাহ থানার সামনের দোকান থেকে বিনা ওয়ারেন্টে ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। পরে অস্ত্র দিয়ে চালান করে সন্ত্রাসী হিসেবে প্রচার করছে।
বিবৃতি দাতারা হচ্ছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান। বিবৃতিতে আরো বলা হয়, শুধুমাত্র বিরোধী দলকে দমন করার জন্য গায়েবী মামলা দিয়ে নেতর্মীদের পরিকল্পিতভাবে নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি