চন্দনাইশ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি চুরি মামলার ৪ গরু চোরকে গ্রেপ্তার করেছে। গত ২৬ নভেম্বর রাতে পুলিশ পৃথক এ অভিযান চালায়। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে চন্দনাইশ পৌরসভার ৭নং ওয়ার্ড মিজ্জির দোকান এলাকায় অভিযান চালিয়ে চুরির মামলায় ২ চোরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- আবুল কালামের পুত্র আরিফুর রহমান হিরু (২৫) এবং মৃত মোহাম্মদ কাশেমের পুত্র সাদেকুল ইসলাম মানিক (২৪)। একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে চুরির মামলায় আরও ২ চোরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- আবদুল মাজেদের পুত্র মো. মেহরাজ আলম আসিফ (২১) ও মো. ইউনুছের পুত্র মো. ফারুক হোসেন (২১)। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ৪ চোরকে গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, এর আগেও গত ২৩ নভেম্বর রাতেও উপজেলার বিভিন্ন এলাকায় চালিয়ে ৫ গরু চোরকে গ্রেপ্তার করা হয় এবং একটি চোরাই গরু উদ্ধার করা হয়।