পাহাড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

রাঙামাটিতে এমপি দীপংকর

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৯:১৮ পূর্বাহ্ণ

দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িকতার বিষবাষ্প যাতে কেউ ছড়াতে না পারে সেদিকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষকে সজাগ থাকতে হবে। গতকাল শুক্রবার সকাল ১০টায় রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি মুখ নবজ্যোতি মনোরম বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ প্রয়াত ভদন্ত মিলন মিত্র মহাথেরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার উগলছড়ি মুখের বটতলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষু সংঘ বাঘাইছড়ি উপজেলার সভাপতি ভদন্ত কল্যাণ মিত্র মহাথেরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা, শিজক সুখ সার্বনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলভদ্র মহাথের, পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সাবেক সভাপতি ভদন্ত সুমনালংকার প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধসাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার সূত্রপাত ঘটিয়েছিলেন
পরবর্তী নিবন্ধকবিতা উৎসবে প্রাণ ফিরে পেল শিল্পকলা