আজ শনিবার চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সারাদেশের প্রায় এক হাজার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এদিন সকাল সাড়ে এগারোটায় ইসির মুলতবি কমিশন সভা শেষে তফসিল ঘোষণা করা হবে। গতকাল শুক্রবার ইসি সূত্র বিষয়টি জানা যায়।
ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান বলেন, গত ২২ নভেম্বর (সোমবার) ইসির ৯০তম কমিশন সভা শুরুর দুই ঘণ্টা পর মুলতবি করা হয়েছে। সেই মুলতবি সভাটি আজ শনিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। সভা শেষে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।










