পতেঙ্গা মডেল থানার ওপেন হাউজ ডে গতকাল বৃহস্পতিবার থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (বন্দর) আবুল কালাম সাহিদ। উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং কমিটি পতেঙ্গার সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, কমিউনিটি পুলিশিং কমিটি পতেঙ্গার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা মাস্টার ওয়াহিদুল আলম প্রমুখ। এতে অংশগ্রহণকারীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অধিকতর পুলিশি সেবার মাধ্যমে জনগণকে নিরাপদ রাখতে পতেঙ্গা মডেল থানার ওপেন হাউজ ডে অব্যাহত থাকবে। একটি সুন্দর সাবলীল আইনশৃঙ্খলার পরিবেশ বজায় রাখাসহ মাদক, জঙ্গী ও সন্ত্রাসমুক্ত পতেঙ্গা উপহার দেওয়ার জন্য তিনি সকলকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










