সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সংগঠনের ১৩তম বর্ষপূর্তি উপলক্ষে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৭ আলোকিত ব্যক্তিকে ‘প্রয়াস অ্যাওয়ার্ড ২০২১’ প্রদান করা হবে। আগামী ডিসেম্বরে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হবে। ১৩তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার জন্য সংগঠনের সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন লায়ন হুমায়ূন কবির, জান্নাতুল ফেরদৌস, ফাতেমা বেগম, হাসান মুরাদ চৌধুরী মামুন এবং জাহেদুল ইসলাম জনি। প্রেস বিজ্ঞপ্তি।